Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে বন্দরে ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমান ফেনসিডিল ও ওষুধ জব্দ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৩:৪৪ পিএম

ভারত থেকে আমদানিকৃত একটি পন্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ২’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস এর উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে গেলেও ফেনসিডিল ও ওষুধ সহ ডব্লিউ -এ- ৬৬০৩ নম্বরের ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাক সহ ওষুধ ফেনসিডিলের মূল্য ১৭ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানায়।

বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে বুধবার রাত সাড়ে ১১টায় ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ঔষধের চালানটি আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, তার কাছে একটি গোপন খবর আসে ভারত থেকে আমদানিকৃত পন্যবাহি একটি ট্রাকে বিপুল পরিমান ফেনসিডিল ও অবৈধ ওষুধ এনে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালে অবস্থান করছে ।
এমন সংবাদে কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমাসহ সঙ্গীয় একটি দল টার্মিনালে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ সহ ট্রাকটি আটক করে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ