বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গ্রামীন জনগোষ্ঠিকে কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে ফরিদপুরে স্বাস্থ্য বিভাগের সাপোর্ট টিমের যাত্রা শুরু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ের গঠিত “ করোনা সাপোর্ট টিম” (সিএইসটি) এর কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক, কমিউনিটি বেজড হেলথ কেয়ারের লাইন ডিরেক্টর ডা. কাজী হেফায়েত হোসেন।
ফরিদপুরের সিভিল সাজর্ন মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসময় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা, ফরিদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাপোর্ট টিমের সদস্যরা গ্রামীণ পর্যায়ে করোনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, করোনা সনাক্তকরণ ও আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করণে কাজ করবেন। এছাড়া আক্রান্তদের করোনা পরবর্তী স্বাস্থ্য সেবা ও তাদের পরিবারকে স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদান করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।