Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ : সিইসি

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ৫:২৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
বর্তমানে বাংলাদেশে কোন নির্বাচনে অনিয়ম হচ্ছে না। দেশে পৌরসভা নির্বাচনও অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে যারা হেরে যায় তারাই শুধু কারচুপির অভিযোগ তুলেন। এটা এদেশের কালচার। শুধু বাংলাদেশ নয় বিশে^র যেকোন দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারাই কারচুপির অভিযোগ তোলেন।

বিএনপির উদ্দেশ্যে সিইসি বলেন, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগনের আস্থা রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আস্থা আছে বলেই ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সুষ্ঠভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই আস্থায় কেউ আঘাত করতে চাইলে কিংবা অসন্তোষ সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ইভিএমএ ভোট কারচুপির কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Kamal ১৩ জানুয়ারি, ২০২১, ৬:৪১ পিএম says : 0
    স্যার,আপনার মতো বিদ্বানরা আমাদের সকল মৌলিক অধিকারের রঋ্ক। স্যার নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদের ১০০% আনুগত্য আছে। দয়া করে স্যার আমার ভোটের বিনিময়ে আপনি রাজকিয় জিবনজাপনকে উত্তম মনে করবেন না। দয়া করুন স্যার।
    Total Reply(0) Reply
  • kamal ১৩ জানুয়ারি, ২০২১, ৬:৫৭ পিএম says : 0
    হাসালেন স্যার।
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ১৩ জানুয়ারি, ২০২১, ৭:১৯ পিএম says : 0
    বর্তমান নির্বাচন কমিশন হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলংকজনক, ব্যর্থ, নির্লজ্জ ও নৈতিকতাবর্জিত কমিশন যারা আওয়ামিশীগের কিনা গোলাম। আর সিইসি হচ্ছে সবচেয়ে বড় .... যার কোন যোগ্যতা ও মানসম্মানবোধ নেই।
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ১৩ জানুয়ারি, ২০২১, ৭:২৫ পিএম says : 0
    যে জাতির প্রধান নির্বাচন কমিশনার হয় নূরুল হুদার মত একজন অসুস্হ ব্যক্তি সেই জাতি ও অসুস্হ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ