Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াশায় ট্রেন দেখতে না পেয়ে প্রাণ গেল যুবকের

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

কুয়াশায় ট্রেন দেখতে না পেয়ে বগুড়ার আদমদীঘিতে কাজী আসাদুল খন্দকার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় সান্তাহার রেলস্টেশনের অদূরে মালশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদুল সান্দিড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে। রেলওয়ে থানা পুলিশ জানায়, সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম এলাকায় রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিলেন যুবক আসাদুল। কুয়াশায় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি দেখতে পাননি আসাদুল। পরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। অপরদিকে, গত সোমবার রাতে রেল পুলিশ উক্ত রেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের মাস্টার অফিসের বারান্দা থেকে আনুমানিক (৫৫) বছরের এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। প্লাটফর্মে অপেক্ষামান যাত্রী ও থানা পুলিশের ধারণা এদিন যেকোন সময় হার্ট এ্যাটাকে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নওগাঁ শ্যাডের মাধ্যমে তার লাশ দাফন করেছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, কুয়াশায় ট্রেনটি দেখতে না পাওয়ায় ফাঁকা স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এসব ঘটনায় রেলওয়ে থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ