Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভেজাল খেজুর গুড় তৈরি ও বাজারে বিক্রির দায়ে চার জনকে ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা ও পাঁচ হাড়ি ভেজাল খেজুর রস নষ্ট করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা সরদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ জরিমানা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভেজাল গুড় তৈরির অপরাধে উপজেলার ঝিটকা সরদারপাড়া গ্রামের লাল খাঁনকে ১০ হাজার টাকা, হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা, আকেজ উদ্দিনকে ৫ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মিশ্রিত খেজুর রস বিনষ্ট করা হয়েছে। অসাধু গাছি, এক হাড়ি খেজুরের রসের সাথে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের লাল গুড় তৈরি করে আসছিলো। হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও হরিরামপুর থানার এএসআই রুহুল আমিনসহ পুলিশ সদস্য এ অভিযানের সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ