Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ অভিযানে ৮ মামলা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কাপ্তাইর নতুন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮টি মামলা দায়ের এবং ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর সংশ্লিষ্টধারা অনুযায়ী ৪টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা অনুযায়ী ৪টিসহ মোট ৮টি মামলায় ৪৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান উপস্থিত থেকে উক্ত অভিযান পরিচালনা করেন।
এসময় পাট অধিদফতর চট্টগ্রাম রেঞ্জের সহকারি পরিচালক ওমর ফারুক তালুকদার ও থানা পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ