Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর বদলগাছীতে পুলিশ কর্তৃক ৯০ বস্তা ময়দা উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ৬:০৮ পিএম

নওগাঁর বদলগাছীতে থানা পুলিশ এক অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার ইসমাইল ময়দা মিল থেকে জয়পুরহাটে আসার পথে ছিনতাই কৃত ময়দার বস্তা ভর্তি ট্রাকের বদলগাছীর উপজেলা সদরের মশিউর ট্রেডার্স থেকে ৯০বস্তা ময়দা উদ্ধার করেছে। গত সোমবার রাতে বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে ময়দার বস্তা গুলি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রায়হান হোসেন জানান গত ৮ জানুয়ারী নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার ইসমাইল ময়দা মিল থেকে দু'টি ট্রাক ভর্তি ময়দা জয়পুরহাটের ব্যবসায়ী মুক্তা সাহার নিকট আসার পথে এর মধ্যে একটি ট্রাকের মাল দোকানে পৌঁছে আর একটি ট্রাক উধাও হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে ধামইরহাট থানার সহযোগীতায় ইসবপুর গ্রামের এক ইট ভাটা থেকে ১৩০ বস্তা ময়দা উদ্ধার করে। ব্যবসায়ী মুক্তা সাহার অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে বদলগাছী সদরের মশিউর ট্রেডার্সের গুদাম ঘর থেকে ৯০ বস্তা ময়দা উদ্ধার করে থানা পুলিশ। এ বিষয়ে মশিউর ট্রেডার্সের মালিক মশিউর রহমানের সংঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জানায় ৯০ বস্তা ময়দা উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তার গায়ে ইসমাইল ময়দা লেখা মনোগ্রাম রয়েছে। উল্লেখ্য ইতোপূর্বে এ বিষয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। মশিউর ট্রেডার্সের মালিক ও বদলগাছী সরকারী কলেজ পাড়া এলাকার নজির মহুরি (দলিল লেখক)এর ছেলে মশিউর রহমান (৩৫) পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ