বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ধনবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর চৌকস দল। আজ (মঙ্গলবার) এটিইউ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম আরিফুল ইসলাম ও মায়ের নাম মোছাঃ জহুরা বেগম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ (মঙ্গলবার) দুপর তিনটার দিকে সংস্থাটির এক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ধনবাড়ী এলাকা থেকে আনসার আল ইসলাম এর এক সদস্য মোঃ জাহিদুল ইসলাম জাহিদকে (২২) গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ (২২) আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয় । এছাড়া ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইনে জঙ্গীবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে জাহিদ। তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, ১টি স্মার্ট ফোন, ১টি বাটন মোবাইল সেট, স্ক্রিনশট এবং ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সিয়াম আরও জানায়, সে বেশকিছু দিন যাবত জঙ্গি কার্যক্রম, অস্ত্র পরিচালনা ও গুপ্ত হামলার প্রশিক্ষণ নিচ্ছিল। এছাড়া নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থন এবং অনলাইনে সন্ত্রাসী কর্মকান্ড প্ররোচিত করায় তার বিরুদ্ধে টাঙ্গাইল ধনবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।