Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনিয়ন বিভক্তিকরণ নিয়ে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার মেঘনা উপজেলায় ৬নং গোবিন্দপুর ইউনিয়নবাসী উদ্যোগে গতকাল সোমবার সেননগর বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে এলাকাবাসী জানান, জনগণের সুবিধা-অসুবিধার কথা না ভেবে একটি কুচক্রি মহল আমাদের ইউনিয়নকে ভেঙে ২টি ইউনিয়ন করার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। এলাকাবাসী আরো জানান, উন্মুক্ত স্থানে গণশুনানির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ইউনিয়নবাসীর মতামতের ওপর ভিত্তি করে এবং সকল প্রকার নিয়মনীতি মেনে রূপরেখা প্রণয়ন করতে হবে। যেহেতু গোবিন্দপুর ইউনিয়নটি উত্তর-দক্ষিণে লম্বালম্বি সেহেতু আয়তন ও সংখ্যার গনিষ্ঠতার ভিত্তিতে উত্তর-দক্ষিণে ভাগ করাই যুক্তিযুক্ত।
এ মানবন্ধনে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ খন্দকার জহিরুল ইসলাম বলেন, গোবিন্দপুর ইউনিয়ন নিয়ে কেউ এককভাবে নীলনকশা করলে আমরা প্রধানমন্ত্রীর দফতরসহ বিভিন্ন দফতরে যাব এবং এলাকাবাসীকে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করব। বিভক্ত করতে হলে সবাইকে নিয়ে বিভক্ত করতে হবে। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্যে রাখেন আমান উল্লাহ আমান, রিসলত মিয়া, সাইফুল মিয়া, মুক্তিযোদ্ধা আল আমিন, জহির মেম্বার, বাবু, জসিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ