Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাটজাত পণ্যের মেলা দৃক গ্যালারিতে

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বাংলাদেশের পাটজাত পণ্যের ভবিষ্যৎ অনেক ভালো। রাজধানীতে ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত পাটজাত পণ্যের মেলায় এসে এমনটাই বললেন জার্মান অ্যাম্বাসেডর থমাস প্রিনজ। মেলায় নানা কাজে ব্যবহার উপযোগী পাটের তৈরি পণ্য দেখে মুগ্ধতার কথা জানালেন দেশি-বিদেশি দর্শনার্থীরা। তবে বড় পরিসরে বাজার ধরতে মান বাড়ানোর তাগিদ দিলেন তারা। তিনদিনের এই মেলায় অংশগ্রহণকারীরা জানালেন, পণ্যের প্রচার বাড়ানোই তাদের লক্ষ্য। পাটজাত পণ্য। কত রকমের হতে পারে তার দেখা মিলছে সুইচ টু জুট শিরোনামের এই মেলায়। যেখানে করপোরেট চাহিদাসম্পন্ন পণ্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় উঠে এসেছে পাটের তৈরি গ্রামীণ ঐতিহ্যের নানা ধরনের পণ্য। মেলায় অংশ নিয়েছে ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের ২০টি এসএমই প্রতিষ্ঠান। তাদের প্রত্যাশা মেলার মাধ্যমে ব্যবহারকারীদের অনেকটাই কাছে যাবে দরকারি এসব পণ্য। দেশ প্রেমের সঙ্গে পরিবেশবান্ধব, এসব বিবেচনায় দর্শনার্থীদের কাছেও অনেকটাই জায়গা পেয়েছে এসব পণ্য। তবে মান বাড়ানোর দিকে আরও নজর দেয়ার পরামর্শ তাদের। ছোট পরিসরের এই মেলায় দেখা মিললো বিদেশিদেরও। মুগ্ধ হয়ে জানালেন ক্রমেই পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে তাদের দেশেও। জার্মান অ্যাম্বাসেডর ড. থমাস প্রিনজ বলেন, পরিবেশ বান্ধব হওয়ায় এসব পণ্যের বাজার বাড়ছে। সত্যিই বাংলাদেশে পাটের ভাল ভবিষ্যৎ রয়েছে। জার্মানিতে মাঝে পাটের ব্যবহার কিছুটা কমে গেলেও আবারও জনপ্রিয় হচ্ছে। মেলা শেষ হবে আজ রোববার। চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাটজাত পণ্যের মেলা দৃক গ্যালারিতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ