Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পাননি মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। তার জামিনের আবেদন শুনে গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তা খারিজ করে দেন। শুনানির সময় প্রদীপ কুমার দাশকে আদালতে হাজির করা হয়। 

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আদালত জামিন নামঞ্জুর করেছেন। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মত প্রদীপ কুমার দাশের পক্ষে এই মামলায় জামিন আবেদন নামঞ্জুর হলো। ২০ সেপ্টেম্বর প্রথম দফায় জামিনের আবেদন খারিজ করেন আদালত। দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের এই মামলাটিতে তদন্ত প্রতিবেদন জমা এ নিয়ে চতুর্থবারের মত পেছালো। এই মামলার আরেক আসামি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ পলাতক আছেন। এরআগে ১৪ সেপ্টেম্বর প্রদীপ কুমার দাশকে চট্টগ্রামে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ