Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে অপহৃত ৩ জেলে উদ্ধার

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অপহৃত ৫ জেলের মধ্যে মো. বাবুল (৫০),আলাউদ্দিন মাঝি (৩৫) ও মুরাদ হোসেন (৪৫) সহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে। অন্য ২ জেলেকে উদ্ধার এবং জলদস্যুদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় মাছ শিকারের সময় ৫ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে জলদস্যুরা। বাধা দিতে গেলে ২ জেলেকে কুপিয়ে আহত করে তারা। এ সময় জলদস্যুরা জেলেদের মাছ, চাল-ডাল, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয় জলদুস্যরা। পরে মোবাইল ফোনে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, পুলিশ অভিযান চালিয়ে ৩ জেলেকে উদ্ধার করছে। অপহৃত আরও ২ জেলেকে উদ্ধার এবং জলদুস্যদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ