Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনয়ে অভিষেক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:১০ পিএম

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। এবার বড় পর্দায় অভিষেক করে ফেললেন ইরফান পাঠান। সৌজন্যে 'কোবরা'। শুক্রবার ৮ জানুয়ারি মুক্তি পেয়েছে 'কোবরা'র টিজার। এই ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে।

'কোবরা'তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। ছবিতে ইরফান পাঠানের চরিত্রটির নাম আসলান ইলমাজ। যিনি খুঁজে বেড়াচ্ছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। কোবরার চরিত্রেই অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। শোনা যাচ্ছে, ছবিতে মোট ২০রকম লুকে দেখা যাবে বিক্রমকে। কোবরা রূপী বিক্রমকে আসলান রূপী ইরফান ধরতে পারবেন কিনা তা ফিল্ম মুক্তির পরই বোঝা যাবে।

চেন্নাইতে 'কোবরা'র শুটিঙয়ের একটি ভিডিও এর আগে শেয়ার করেছিলেন ইরফান পাঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ