Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হালদায় অবৈধভাবে বালু উত্তোলন

১০ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করে দিয়েছে প্রশাসন। গত শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালদা নদীর সত্তারঘাট থেকে কালুঘাট পর্যন্ত অভিযান চালিয়ে এসব বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। সাথে ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ রাউজান থানার পুলিশ ও আইডিএফের সদস্যগণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও বিভিন্ন বৈচিত্র্য জীব রক্ষায় নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ১০টি ইঞ্জিনচালিত নৌকা পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ