Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

লালপুরে সংবাদ সম্মেলন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাটোরে অনুমোদিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুরের নরেন্দ্রপুর কৃষি খামারে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদ।
গতকাল শনিবার সকালে গোপালপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহবায়ক তাহাজ উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘লালপুর উপজেলার নরেন্দ্রপুর কৃষি খামারে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো ক্রয়, অধিগ্রহণ ছাড়া পর্যাপ্ত উঁচু সমতল আটশ’ একর জমি রয়েছে। এছাড়া সেখানে যোগাযোগের জন্য আকাশ পথ, রেলপথ, নদীপথসহ অন্যান্য সকল সুবিধা বিদ্যমান।
এ সময় পরিষদের সদস্য সচিব সুকুমার চন্দ্র সরকার, অধ্যক্ষ ইব্রাহীম খলিল, অধ্যক্ষ আকরাম হোসন, ইনতাজ আলীসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ