পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পরপর দুবারের বেশি কোনো ব্যক্তি স্কুল, কলেজ ও মাদ্রাসার গবির্ণিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। এ বিষয়ে বিধিমালা সংযোজন করতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ক আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। রায়ের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ) সচিব এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে রায়ে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের রুল শুনানি শেষে গতবছর ২৫ ফেব্রুয়ারি বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো.হুমায়ুন কবির।
উল্লেখ্য,গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অভিভাবক সদস্য নূরুল হক। রিটে তিনি একই ব্যক্তি বা ব্যক্তিরা ২০১৪ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিকবার সভাপতি বা সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেন। আদালত রিটের শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।