Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৭:০৯ পিএম

সরকারের বেতন বাবদ প্রণোদনা প্যাকেজের মেয়াদ ছয় মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে প্রথম দফার স্বল্প সুদের প্রণোদনার প্যাকেজের টাকা জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে পরিশোধের তাগাদা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ এই সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারো রফতানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে লকডাউন শুরু হওয়ায় পোশাকের দাম কমে গেছে।

চিঠিতে রুবানা হক বলেন, ক্রয় আদেশ বাতিলের ফলে কারখানাগুলোতে এখন চরম দুর্দিন। সরকারের সমর্থন ছাড়া, ধ্বংস হয়ে যাবে পোশাক শিল্প। এছাড়া প্রণোদনা তহবিল থেকে নেয়া ঋণ পরিশোধের সময় আরো এক বছর বাড়িয়ে মোট তিন বছর করার আহ্বান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ