Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআইজি পদে ১৫ কর্মকর্তাকে রদবদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পুলিশের ডিআইজি পদে ১৫ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে সদ্য ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১০ জন কর্মকর্তা রয়েছেন, বাকি পাঁচজনকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. হাবিবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক, এস এম আক্তারুজ্জামানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল, আমেনা বেগমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. হায়দার আলী খানকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া মো. আজাদ মিয়াকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক, আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. রুহুল আমিনকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক এবং বাসুদেব বনিককে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়। অপরদিকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক মোর্শেদুল আনোয়ার খানকে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক (টিআর) বশির আহম্মদকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার মো. মুনিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিআইজি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ