পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : আয়কর মেলা শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। সাত দিনব্যাপী এ মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। ভবনটি এখনো নির্মাণাধীন।
এনবিআর সূত্র জানিয়েছে, রাজধানী ছাড়াও বিভাগীয় শহরের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও এবার আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় সপ্তাহব্যাপী মেলা হবে। আর জেলা পর্যায়ে ৪ দিনের মেলা হবে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এবারের আয়কর মেলা এনবিআরের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও আয়কর মেলা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কর প্রদানে দেশের মানুষকে উৎসাহিত করতে এবং কর সম্পর্কে জনগণের ভীতি দূর করতেই সর্বোচ্চ সেবা প্রদানের মনোভাব নিয়েই কর মেলা অনুষ্ঠিত হবে। মেলায় করদাতাদের সব ধরনের কর তথ্য ও সেবা সুবিধা দেয়া হবে। থাকবে ই-টিআইএন রেজিস্ট্রেশন করার ব্যবস্থা। রিটার্ন দাখিল করতে ই-পেমেন্টের ব্যবস্থার পাশাপাশি রিটার্ন দাখিল ও ফরম পূরণের সুবিধাও থাকবে। এ ছাড়া পৃথক বুথ স্থাপনসহ কর সহায়ক পরিবেশের প্রতি বিশেষ নজর থাকবে। পুরো মেলা স্পট শক্তিশালী ইন্টারনেট সার্ভিস দ্বারা পরিচালিত হবে। কর-সংক্রান্ত হিসাবের সুবিধায় থাকবে ইলেকট্রিক ক্যালকুলেটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।