পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশী ১৬ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ফ্রান্সের টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে। আগামী মাসে চার দিনের এই বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য ওই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে এসব প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। গত বছর অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ডে ১১০টি দেশের এক হাজার ৩৪৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। ইপিবি সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো মুন্নু ফেব্রিক্স, ডেনিম এক্সপার্ট, অ্যান্থনি ইয়াং গার্মেন্ট, সেনটেক্স টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস, আকিজ টেক্সটাইল মিলস, সেঞ্চুরি অ্যাপারেলস, চরকা টেক্সটাইল, ডিকে নিটওয়্যার, জেএম নিটওয়্যার, জেরিকো ইমেক্স, নিডল ফ্যাশন, এমকে সোয়েটার্স, নাজিয়া অ্যাপারেলস, সিনহা নিট ইন্ডাস্ট্রিজ ও ইউনিটেক্স অ্যাটায়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।