Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বুধবার ঢাকায় টেক্সটেক পোশাক প্রদর্শনী

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আগামী বুধবার ৩১ আগস্ট ঢাকায় টেক্সটেক পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতকে আরো সমৃদ্ধ করতে ও দেশীয় উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়। আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মোট চার দিনের এ প্রদর্শনী রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠান প্রদর্শনীর আয়োজক সেমস গেøাবালের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সেমস গেøাবাল গ্রæপের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম বলেন, বাংলাদেশে এই প্রথম টেক্সটাইল ও পোশাক খাত নিয়ে বড় পরিসরে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে মোট ২৩টি দেশের এক হাজার ৫০টি কোম্পানী অংশ নেয়ার কথা রয়েছে। এ ছাড়া এই প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা, কাপড় উৎপাদক মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার থাকবে। পাশাপাশি এ প্রদর্শনীতে উদ্যোক্তরা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। সেখান থেকে বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে। ফলে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগামী বুধবার ঢাকায় টেক্সটেক পোশাক প্রদর্শনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ