Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দেশের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর আশাবাদ : চিটাগাং চেম্বারে নেপালের রাষ্ট্রদূত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশের সাথে নেপালের বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সেদেশের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রা। তিনি বলেন, বাণিজ্য বাড়িয়ে দুই দেশ লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আগামী দিনে দ্বি-পাক্ষিক বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন আসবে। সোমবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সাথে মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রা বলেন, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রচুর সম্ভাবনা থাকলেও তার সদ্ব্যবহার করা সম্ভব হয়নি। তিনি এক্ষেত্রে দীর্ঘমেয়াদী রোড ম্যাপ প্রণয়ন, আকাশ পথে বিমানের সংখ্যা বৃদ্ধি, সড়ক যোগাযোগের উন্নয়ন, চিলমারীর মাধ্যমে রেল সংযোগ স্থাপন, নদী পথে ভারতের গঙ্গা হয়ে বাংলাদেশের পদ্মা নদী দিয়ে পণ্য পরিবহন, নেপালে উৎপাদিত সবজি, ফলমূল রফতানির সম্ভাবনার কথা জানান।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম আগামী ফেব্রæয়ারি মাসে সম্ভাব্য পিটিএ স্বাক্ষর উভয় দেশের আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। তবে কাক্সিক্ষত অগ্রগতি অর্জনে শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ, সীমান্তে সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সব ধরনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধি এবং মীরসরাই ইকনোমিক জোনে নেপালী বিনিয়োগ আকর্ষণে রাষ্ট্রদূতের উদ্যোগ কামনা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ