Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারো হাজার কাতার প্রবাসী ফিরতে পারছে না কর্মস্থলে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আটকে পড়া কর্মীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

করোনা মহামারিতে দীর্ঘ এক বছর যাবত প্রায় বারো হাজার কাতার প্রবাসী কর্মী ছুটিতে দেশে এসে চরম দুর্বিষহ জীবন-যাপন করছে। আটকে পড়া এসব প্রবাসী কর্মীর আইডি’র মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কাতারের কর্মস্থলে যেতে না পেরে এসব প্রবাসী কর্মী অনাহার অনিদ্রায় দিন কাটাচ্ছে। কূটনৈতিক উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটকে পড়া কর্মীদের অবিলম্বে কাতারের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে ছুটিতে এসে আটকে পড়া কাতার প্রবাসী কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালনকালে এসব কথা বলেন। কাতার প্রবাসী কর্মী বিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, আটকে পড়া প্রবাসী ইমন ইসলাম, মোজাম্মেল, ফারুক হোসেন ও লাল মিয়া।

বিক্ষুব্ধ প্রবাসী কর্মীরা বলেন, কাতার থেকে বাংলাদেশে ছুটিতে এসে এক্সেপশনাল এন্ট্রি পারমিট না থাকায় আটকে পড়া কর্মীরা কাতারের কর্মস্থলে ফিরতে পারছে না। দফায় দফায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি মানববন্ধন করেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। অসহায় প্রবাসীদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, আমরা যারা বাংলাদেশে ছুটিতে এসেছি সবার স্পন্সরের নাম্বার বা ঠিকানা নেই। আমরা খুবই অসহায় আমাদের আছে বৈধ আইডি এবং বাংলাদেশের পাসপোর্ট রিটার্ন বিমান টিকিট। কিন্তু কূটনৈতিক উদ্যোগের অভাবে প্রবাসী বাংলাদেশি কর্মীরা আজ দ্বারে দ্বারে ঘুরে চরম হয়রানির শিকার হচ্ছে। অন্যান্য দেশের আটকে পড়া প্রবাসী কর্মীরা ইতোমধ্যেই কাতারের কর্মস্থলে যোগদানের সুযোগ পেয়েছে। পরে প্রবাসী কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে কাতার কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টির দাবিতে একটি স্মারকলিপি পেশ করে। তারা বলেন, আটকে পড়া কাতার প্রবাসী কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ফরম কয়েক বার পূরণ করার পরেও কোনো সঙ্কট নিরসনের উদ্যোগ নেয়া হয়নি।



 

Show all comments
  • Jahir Mahabub ৬ জানুয়ারি, ২০২১, ৪:২০ এএম says : 0
    এদেরকে দেখারমত কেওনাই, প্রাবাসিরা কাদে দেশের জন্য আর অনারা কাদে ভারতের জন্য।
    Total Reply(0) Reply
  • মমতাজ আহমেদ ৬ জানুয়ারি, ২০২১, ৪:২৩ এএম says : 0
    অসহায় প্রবাসীদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ