Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে কলেজছাত্রীকে বেদম মারধর

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নেছারাবাদ উপজেলার সাগরকান্দা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুন নাহার নামে এক কলেজছাত্রীকে বেদম পেটাল চাচাত ভাই মামুন।
এলোপাথাড়ি পিটুনিতে ওই ছাত্রীর বাম হাতের তালু থেতলে যাওয়াসহ হাতের বাহু ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ওই ছাত্রীর মা ফরিদা বেগম বলেন, ওই দিন সামান্য একটি ব্যাপার নিয়ে মামুন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মামুন লাঠি নিয়ে তেড়ে এসে মারধর শুরু করে।
আমার চিৎকার শুনে মেয়ে নাজমুন নাহার ঘর থেকে ছুটে এসে মামুনের হাতের লাঠি ধরে ফেলে। এতে মামুন আরো উত্তেজিত হয়ে মেয়েকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত শুরু করে। লাঠির আঘাতে নাজমুন নাহার রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় মেয়েকে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি। এ ব্যাপারে অভিযুক্ত মামুনের নাম্বারে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার সাথে পরে কথা বলবো, আমি এখন ব্যস্ত আছি। পরে ফোন দিয়েন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ