Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র খুন

আহত ৫ : আটক ২

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জামালপুরে ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামে গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুবেল নামের দশম শ্রেণির এক ছাত্র নিহত এবং উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। নিহত রুবেল ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের হরিনধরা গ্রামের মো. আমিন মোল্লার ছেলে ও ইসলামপুর ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। গত সোমবার সন্ধ্যার দিকে ইসলামপুরের হরিনধরা পয়েস্তি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সন্ধ্যায় রুবেল বন্ধুদের সাথে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার একপর্যায়ে পার্শ্ববর্তী নুরুল মন্ডলের বাড়ির সজনা গাছে কর্ক (ফেদার) আটকে যায়। রুবেল সজনা গাছের ডাল কেটে কর্ক নিয়ে আসে। সজনা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে নুরুল মন্ডলের ছেলে এমদাদ ও বাবলা রুবেলকে মারধর করে। এতে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রুবেল ফলাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ওসি আরো বলেন, এই দুই পরিবারের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিল। মারামারির পর রুবেলের পরিবারের লোকজন তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রুবেলের মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রুবেলের লাশ ময়নাতদন্তের নেয়া হয়েছে। এ ঘটনায় নুরুল মন্ডলের ছেলে এমদাদ ও বাবলাকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ