Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ১ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রাজবাড়ীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পরে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন। দন্ড প্রাপ্তরা হলো সায়েদ, আলাল, মহির ও রনি।
আদালত সুত্রে জানা যায়, গত ২০০৮ সালের ২৫ মে পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ৮ বছরের ওই শিশু বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াতে গেলে ধর্ষণের পরে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। এর ৩ দিন পর ২৮ মে কুকুরের টানা হেঁছরা দেখে লাশ খুঁজে পায় পুলিশ। ওই দিনই মেয়েটি বাবা বাদি হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. উমা সেন জানান, ওই মামলার দীর্ঘ শুনানি শেষে প্রধান আসামি একই এলাকার বশারত হোসেনের ছেলে সায়েদকে ফাঁসি ও আলাল, মহির ও রনি নামে অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ