Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমান আ.লীগের উপকমিটির সদস্য নির্বাচিত

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় রাধানগরের আমান উল্লাহ আমান আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সম্প্রতি এই উপকমিটি অনুমোদন দিয়েছেন।
কৃষিবিদ ড. মির্জা জলিলকে এই কমিটির চেয়ারম্যান ও ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করা হয়েছে। জানা যায়, আমান উল্লাহ আমান এই উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লার মেঘনা-হোমনা, দাউদকান্দি ও তিতাস উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আমান ছাত্রলীগের তৃণমূল পর্যায়ে রাজনীতি শুরু করে পরবর্তীতে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতির এবং কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে আমান উল্লাহ আমান আ.লীগ কেন্দ্রীয় উপকমিটি সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ