Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাতকে নবাগত নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৫:৩০ পিএম

ছাতকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের বাস্তবচিত্র তুলে ধরে সমাজসেবায় অনন্য ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের তথ্যদিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকলের প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ