Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ঠেকাতে আহত ২ আনসার সদস্য

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৩:৫৮ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক পাড়ায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে রুপালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্ঠা ঠেকাতে গিয়ে ডাকাতদের হামলায় প্রহরারত ২ আনসার সদস্য আহত হয়েছেন। তাদের নাম যথাক্রমে মাসুদ রানা ও হাবিবুর রহমান । তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচেছ ।
পুলিশ জানায় , গাবতলী উপজেলার শেষ সীমানায় অবস্থিত পীরগাছা বাজার এলাকার সাবেক পাড়ায় রুপালী ব্যাংকে মঙ্গলবার ভোর ৫টার দিকে রাতে ২ জন মুখোশধারী ডাকাতির চেষ্ঠা করে। ব্যাংকের ছাদের সিড়ি ঘরের তালা ভেঙে দুর্বৃত্তরা ব্যাংকের লোহার কলাপসিবল গেট কেটে ভিতরে প্রবেশের চেষ্ঠা করলে আনসার সদস্যরা তাদের বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। এসময় আনসার সদস্যদের চিৎকাওে লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়।
রুপালী ব্যাংক সাবেক পাড়া শাখার ম্যানেজার মোতাহার হোসেন ডাকাতির চেষ্ঠার সত্যতা নিশ্চিত করে জানান, মুখোশ পড়ে দুজন দুর্বৃত্ত ব্যাংকে ডাকাতির চেষ্ঠা করে। এসময় তারা নিরাপত্তায় কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বপালনের কারনে ব্যাংকের ভল্টের তালা ভাঙতে পারেনি ডাকাতরা ।
এ প্রসঙ্গে বগুড়ার গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ব্যাংকের সিসি টিভ ফুটেজ দেখে এঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ