Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পৌরবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই উন্নত আধুনিক শহর

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দিনাজপুর মেয়রপ্রার্থী

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

আসন্ন দিনাজপুর পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী রাশেদ পারভেজ বলেছেন, পৌরবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই একটি উন্নত আধুনিক ও পরিচ্ছন্ন দিনাজপুর পৌর শহর। জবাবদিহীতা এবং স্বচ্ছতার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি, আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী রাশেদ পারভেজ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় তার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ইয়াজদান মার্শাল ও সদস্য সচিব সত্য ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী রাশেদ পারভেজ বলেন, আগামী ১৬ জানুয়ারী আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ড আমাকে যোগ্যপ্রার্থী মনে করেছেন বলেই তারা দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আ.লীগের কোন প্রার্থী পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেনি। যার ফলে জেলার সার্বিক উন্নয়ন হলেও দিনাজপুর পৌর শহরে তেমন কোন উন্নয়ন হয়নি। পৌরবাসী যে উন্নয়নের স্বপ্ন দেখেছে তা বিগত সময় যারা মেয়রের দায়িত্বে পেয়েছিলেন তারা সে স্বপ্ন পূরণ করতে পারেননি। শিশুদের মেধা বিকাশের জন্য কোন বিনোদনমূলক পূর্ণাঙ্গ শিশু পার্ক গড়ে উঠেনি দিনাজপুর পৌর শহরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ