বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম সোমবার সকালে তার সম্মেলন কক্ষে মাগুরা জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো ইব্রাহীম সহকারি পুলিশ সুপার আবির শুভ্র, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন। পুলিশ সপার তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মাদক, জঙ্গী তৎপরতা রোধের পাশাপাশি সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশকে সাংবাদিকদের সাহায্য প্রয়োজন। মাগুরার মানুষের কল্যানে সরকার তাকে নিয়োগ করেছেন, এ গুরু দ্বায়িত্ব পালনে তিনি নিজেকে সর্বাত্বক নিয়োজিত রাখার কথা উল্লেখ করে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের উপর জোর দেন। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অধ্যাপক সাইদুর রহমান, এম এ হাকিম। অলোক বোস, শফিকুল ইসলাম শফিক,শরীফ তেহরান টুটুল, এড, মোখলেসুর রহমান, রূপক আইস,রাশেদ খান, আশিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।