Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা নিয়ে ভারতের সিদ্ধান্তে বাংলাদেশে উদ্বেগ : পররাষ্ট্রমন্ত্রী যা বললেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১:০৩ পিএম | আপডেট : ৪:০৫ পিএম, ৪ জানুয়ারি, ২০২১

এখনই অক্সফোর্ডের টিকা রপ্তানি না করতে সিরাম ইনস্টিটিউটের প্রতি নির্দেশনা দিয়েছে ভারত সরকার। আগামী কয়েকমাস রপ্তানির অনুমোদন পাচ্ছে না প্রতিষ্ঠানটি। ভারতীয় এ সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছিল, চলতি মাসেই সিরামের উৎপাদিত অক্সফোর্ডের টিকার ৫০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছাবে। 

ভারতীয় নিষেধাজ্ঞায় বাংলাদেশের বহু নাগরিকই হতাশা প্রকাশ করেছেন। বাংলাদেশে এখন কবে ভ্যাকসিন আসবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে বলেন, এই খবরটি তিনি বাংলাদেশের গণমাধ্যম মারফত পেয়েছেন। সাংবাদিকদের কাছ থেকেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানতে পারি।
এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে তারা এ ব্যাপারে কিছু জানে না। কী হয়েছে তারা জানার চেষ্টা করছে। আমরা এ নিয়ে ভারতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।

তবে ড. মোমেন আশা প্রকাশ করেন, ভারত যদি নিষেধাজ্ঞা দেয়ও তাহলেও তাদের সাথে বাংলাদেশের যে উষ্ণ সম্পর্ক, তাতে আমাদের টিকা পেতে কোন সমস্যা হবে না বলে আশা করি।



 

Show all comments
  • Md Abdus sohid ৪ জানুয়ারি, ২০২১, ২:৩২ পিএম says : 0
    যত্তসব নতজানু কথা বার্তা, ভারত থেকে কেনইবা বেশি দামে আমাদের আমদানি করতে হবে?
    Total Reply(0) Reply
  • Md. Shariful Islam ৪ জানুয়ারি, ২০২১, ২:৪৮ পিএম says : 0
    ভারতের হাইকমিশনার কে 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করতে বলা হোক।এতো নরম ভাষায় কথা না বলে একটু শক্ত হতে হবে। সেরামের টিকা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই টাক ফেরত চাওয়া যেতে পারে।
    Total Reply(0) Reply
  • Abdul Malek ৪ জানুয়ারি, ২০২১, ৪:২৭ পিএম says : 0
    Buy from India means lots of commission for everybody.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ