Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় নতুন কমিটির দাবিতে ছাত্রলীগের গণস্বাক্ষর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৯:২৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নতুন কমিটির দাবিতে গণস্বাক্ষর করেছে ছাত্রলীগ। আজ রবিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর ও শিল্পকলা একাডেমি মাঠে পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটনের নেতৃত্বে এ গণস্বাক্ষর কর্মসুচি পালিত হয়।

উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আগামী সম্মেলনে পদ পত্যাশী নেতাকর্মীরা স্বাক্ষর করেন। তারা মেয়াদউত্তির্ন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষন করেন

এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি চৌধূরী সেলিম আহম্মেদ ছোটন সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, সাবেক ভিপি নাজমুল সরদার চপল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রাসেল , জুয়েল মুন্সী, সাজ্জাদ সুমন, নিয়াজ মোর্শেদ হিরো, শামিম দাড়িয়া উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রলীগের সভাপতি চৌধূরী সেলিম আহম্মেদ ছোটন বক্তব্যে বলেন, উপজেলা, পৌর ও কলেজ কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তাই আমরা এই গণস্বাক্ষরের মাধ্যমে উপজেলা, পৌর ও কলেজের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষন করে সম্মেলনের দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ