Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ ছাত্রদলের ৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশের বাধা পেয়ে মিছিলকারীরা শহরের পোস্ট অফিস মোড়ে সমাবেশ শুরু করে। সেময় ছাত্র লীগ নেতা-কর্মীরা তাদেরকে ধাওয়া করে। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ছাত্রদল নেতা সোহান, রহমত, শাকিব, প্রলয়, নয়ন ও দাউদ আহত হন। আহতদেরকে ঝিনাইদহ সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ