Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৭:৫৮ পিএম

শেরপুরে নতুন আঙ্গিকে চালু হওয়া ড্রীমল্যান্ড সার্ভিসের বাস ময়মনসিংহে আটকে দেয়ার প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস বন্ধ করে দিয়েছে শ্রমিক ও মালিকরা। আজ ৩ জানুয়ারি সকাল থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, শহরের নবীনগর অস্থায়ী বাস টার্মিনাল থেকে ঢাকা-শেরপুর রুটে ড্রীমল্যান্ড নামে একটি বাস সার্ভিস চালু ছিল। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর বাস মালিকরা এ সার্ভিসটিকে আরও উন্নত করে আজ থেকে নতুনভাবে চালু করে। কিন্তু শেরপুর থেকে ঢাকা যাবার পথে ময়মনসিংহে ড্রীমল্যান্ড সার্ভিসের বাসগুলোকে আটকে দেয়া হয়। এর প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা।

এদিকে কোন আগাম ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও বাস টার্মিনালে গিয়ে বাস চলাচল বন্ধ দেখে বাড়ি ফিরে যাচ্ছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ