পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিগত বছরে দেশের ব্যাংকখাতের সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকটি ২০২০ সালে ২ হাজার ১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে যা ২০১৯ সালে ছিল ১৭১০ কোটি টাকা। মুনাফার এই প্রবৃদ্ধির হার ২৭ দশমিক ১৯ শতাংশ। সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানকে এই অসমান্য অর্জনের জন্য ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এক সভায় ব্যাংকের নির্বাহীদের সাথে নিয়ে এই অর্জনের জন্য কেক কাটেন। সোনালী ব্যাংকের প্রত্যেকটি সূচকে উল্লেখযোগ্য এই অর্জনের জন্য রোববার (৩ জানুয়ারি) এক ভার্চয়াল সভায় ব্যাংকের মাঠ পর্যায়ের কমকর্তা-কর্মচারীদের তিনি ধন্যবাদ জানান। এছাড়া উল্লেখ্য সোনালী ব্যাংকের বর্তমান আমানত ১ লাখ ২৫ হাজার ৩৫৬ কোটি টাকা যা গত ২০১৯ সালের তুলনায় ৯ হাজার ৪৭৭ কোটি টাকা বেশি । বর্তমানে মুনাফার পাশাপাশি আমানতের দিক দিয়েও সোনালী ব্যাংক শীর্ষে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।