Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে পুলিশি বাধায় ছাত্রদলের র‌্যালী পন্ড

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৫:৪১ পিএম

পুলিশি বাধার মুখে পন্ড হয়ে গেল পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী। আজ রোববার বেলা ১১টায় সাবেক সাংসদ সহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রদলে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক সাংসদ সহিদুল আলমের বাসভবনের সামনে থেকে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে একটি র‌্যালী বের হলে, পুলিশের বাঁধার মুখে তা পন্ড হয়ে যায়। পড়ে নেতাকর্মীরা সাবেক সাংসদ সহিদুল আলমের বাসভবনে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সহিদুল আলম তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রদলের নব গঠিত কমিটির এক নম্বর যুগ্ম আহব্বায়ক তৌসিকুর রহমান রাফা ও শফিকুর রহমান সোহেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ