Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের র‌্যালি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংগঠনটি মিছিল ও র‌্যালি করেছে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসির মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসের গণিত ভবন, দোয়েল চত্বর হয়ে কার্জন হলের গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন হলের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন তারা। পরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।



 

Show all comments
  • বুলবুল আহমেদ ৩ জানুয়ারি, ২০২১, ১:৩৭ এএম says : 0
    অনেক দিন পর তাদের মাঠে দেখা গেছে
    Total Reply(0) Reply
  • Jack Ali ৩ জানুয়ারি, ২০২১, ১১:৪৭ এএম says : 0
    This so called Muslim women's are spreading indecency in our country.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ