Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন চলছে

আলোচনা সভায় মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দেশে এখন গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে বলা হচ্ছে একটা হাইব্রিড রেজিমের দেশ। গণতন্ত্র এখানে একটা শঙ্কর গণতন্ত্রের পরিণত হয়েছে। গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু গণতন্ত্র নেই। আসলে একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের ছদ্মবেশে আছে। এখানে সবই আছে, এখানে সরকার আছে, বলা হয় গণতন্ত্র আছে, পার্লামেন্ট আছে, বুরোক্রেসি আছে কিন্তু মানুষের অধিকার নেই। আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি। আমরা বেরিয়ে আসার জন্য কাজ করছি।

গতকাল শনিবার মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মরণে জাতীয় প্রেসক্লাবে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নতুন বছরে ‘সুন্দর বাংলাদেশ’ এর প্রত্যাশা করে বিএনপি মহাসচিব বলেন, আমরা স্বপ্ন দেখতে চাই, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা স্বাধীন বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে পথ আমাদের দেখিয়েছিলেন সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে স্বাধীন জনগণের জন্য একটি রাষ্ট্র, যে রাষ্ট্র হবে বহুদলীয়। অর্থাৎ আমাদেরকে অবশ্যই ভিন্নমতকে ধারণ করতে হবে, অন্যের কথা বলার স্বাধীনতা দিতে হবে, সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। ২০২১ সাল আমাদেরকে সেই পথ দেখাক, এটা আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আমরা কোনো প্রভুতে বিশ্বাস করি না, আমরা কারও পদানত হতে চাই না, আমরা সেবাদাসে পরিণত হতে চাই না। আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলতে চাই। এটাই হচ্ছে আমাদের রাজনীতি, এই রাজনীতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ করতেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের শাসকদলের সাধারণ সম্পাদক বলেছেন, ভোট ডাকাতি যদি রেকর্ড ধরা হয়, বিএনপির রেকর্ড নাকি কেউ ভাঙতে পারবে না। তো উনি কী ভাঙতে চান? উনি এই জিনিসটা ভাঙতে চান বলেই ২০১৮ সালে চরম ভোট ডাকাতি করেছেন ভোটের আগের রাত্রে। এই কোন সমাজে আমরা আসলাম? এই কোন রাষ্ট্রের আমরা বাস করছি যেখানে আমাদের রাজনীতিবিদরা বলছেন যে, তারা ভোট ডাকাতির রেকর্ড তারা ভাঙতে চান। এভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে কোনোদিনই আমরা ১৯৭১ সালে স্বাধীনতার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারব না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উলামা দলের শাহ নেছারুল হক, মহিলা দলের হেলেন জেরিন খান, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফরিদপুর-৩ আসনের চারবারের এমপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের দুই মেয়াদে মন্ত্রিত্ব করা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ৮০ বছর বয়সে গত ৯ ডিসেম্বর মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ