Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতভর ছিনতাই করে সকালে পুড়িয়ে দেয়া হয় মাইক্রোবাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ২:০৯ পিএম | আপডেট : ২:১৪ পিএম, ১ জানুয়ারি, ২০২১

ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস জোর করে নিয়ে গিয়ে রাতভর ছিনতাই করে সকালে সেই মাইক্রোবাসটিই পুড়িয়ে দিয়েছে।

জানা গেছে, গাজীপুরে ছিনতাইকারীদের কবলে পড়া একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। এর আগে একটি গ্রুপের পুড়ে যাওয়া এই মাইক্রোবাসটির চালককে অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে চালকের অভিযোগ রয়েছে ।

গাজীপুরের মাওনা এলাকার হামিম টেক্সটাইল কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা তারেক ও চালক শহীদুল জানান, তাদের কোম্পানির একটি মাইক্রোবাস বৃহস্পতিবার বিকেলে ছুটি শেষে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে ঢাকায় নামিয়ে দেয়। পরে চালক শ্রীপুরের মাওনা ফেরার পথে গাজীপুরের মাষ্টারবাড়ি এলাকায় পৌঁছালে রাত দশটার দিকে কয়েকজন সন্ত্রাসী/ছিনতাইকারী চক্রের কবলে পড়ে। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা চালককে জিম্মি করে রাতভর মাইক্রোবাসটি নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে এবং কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ভোরে কৌশলে চালক গাড়ি থেকে নেমে মহাসড়কের পাশের জঙ্গলে যাওয়ার পরপরই গাড়িটি আগুনে পুড়ে যেতে দেখে ওই চালক।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে আগুন ধরে যায়। তবে গাড়ির চালক জিম্মি হওয়া ও ছিনতাইয়ের ঘটনা হয়েছে কিনা, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ