Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারি ১১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:০৯ এএম

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা বেধে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হলে বয়সসীমা স্থগিত করে ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের আবেদনের প্রেক্ষিতে আগামী ১১ জানুয়ারি অনলাইনে লটারির কার্যক্রম অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশির এক কর্মকর্তা জানান, যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। ওই বয়সসীমা স্থগিত করে আদালত দুদিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়। ফলে এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়সসীমা থাকবে না।

তিনি জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এছাড়া স্থগিত হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ