Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় মাসে বর্ণাঢ্য বিজয় র‌্যালী করলো সিলেট ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:০০ পিএম

৩০ লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মাসে (ডিসেম্বর) বিজয় র‌্যালী করেছে সিলেট বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট। এ উপলেক্ষ্য এক বর্ণাঢ্য র‌্যালী করেছে সংগঠনটি। বেলা ৩ টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি চৌহাট্রস্থ কেন্দ্রিয় শহীদ মিনার অভিমুখে রওয়ানা দেয়। এসময় উৎসুক জনতা হাত নেড়ে র‌্যালিটিকে স্বাগত জানান। বাধ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উপভোগ্য করে তোলেন র‌্যালিটিকে। বিপুল আয়োজনের এ র‌্যালীটিতে ব্যানার ফেস্টুন সহ স্যার এনাম উল ইসলাম ফান্ডেশনের লগো সম্বলিত এক কালালের টি-শার্ট পরিধান করেন অংশগ্রহনকারী নেতাকর্মীরা। পুরো র‌্যালীটি সংগ্রামী শ্লোগানে ছিল তেজদীপ্ত। র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ আর শাকিল। জেলা কমিটির সাধারন সম্পাদক সেবুল আহমদ সাগরের পরিচালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা আ.হ.ম শামীম ইকবাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুফিয়ান এ পান্না। এছাড়া উপস্থিতি ছিলেন, সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সৈয়দ মুত্তাকীম আলী, মহানগর সাংস্কতিক জোটের সাবেক যুগ্ম আহবায়ক অপরেশ দাস অপু, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, সাবেক ছাত্রলীগ নেতা মোশাহিদ খান, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মাহবুব, যুবলীগ নেতা শাহীন আহমদ আফিফ হাসান, হুমায়ুন রশিদ সাগর, জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য নাবিল আহমদ , রুবেল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা অসীম কুমার দাস, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন (সাব্বির), সালমান আহমদ, হুশিয়ার আল মামু ইব্রাহীম খলিল, তালহা আহমদ, সামাদ আহমদ, অপু আহমদ সাজু, মাহফুজুর রহমান, আদিল আহমদ, এবি নাবিল, হাবিবুর রহমান, জুম্মান আহমদ, মীর আহমদ, শাহ আমজদ, লিটন মালাকার সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ