বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারীর মাধ্যমে ক্রমিক নং নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, শিক্ষক মিজানুর রহমান, দেবাশীষ প্রমূখ।
৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছু ১৮১ জন শিক্ষার্থী লটারীতে অংশ নেয়। এর মধ্যে ১৫০ জন নির্ধারণ করা হয়েছে। ২৯ জন অপেক্ষমান রয়েছে।
সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জানান, করোনা পরিস্থিতির কারনে শিক্ষার্থীদের সরকারি নির্দেশে লটারীর মাধ্যমে রোল নির্ধারণ করা হয়েছে।
ছবি আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।