বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আসামি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে আদালতে সাফাই সাক্ষী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি আসামিপক্ষে সাফাই সাক্ষী দিলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
আগামী ৬ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, আমি সাফাই সাক্ষী দিয়েছি। আদালতকে জানিয়েছি ঘটনার দিন ২০০২ সালের ৩০ আগস্ট আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন তিনি সাতক্ষীরায় ছিলেন না।
তিনি আরও বলেন, আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।
সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আবদুল লতিফ বলেন, আমরা সাফাই সাক্ষী রুহুল কবির রিজভীকে জেরা করেছি। আগামী ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষিত মুক্তিযোদ্ধা পতœীকে হাসপাতালে দেখে কলারোয়া হয়ে মাগুরা যাবার পথে তৎকালিন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা করে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীরা। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে পুলিশ নতুন করে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে কয়েকজনের সাফাই সাক্ষী নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।