বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। বুধবার (৩০ ডিসেম্বর) সালথা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ২৫ জন সদস্য ভোট প্রদান করেন।
এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক ও প্রকাশক, সালথা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম মোল্লা তিনি পেয়েছেন ১৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জাতীয় দৈনিক নবচেতনার সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইন পেয়েছেন ৭ ভোট এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক দাবি’র সালথা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন ১৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি শাজাহান ফকির পেয়েছেন ১০ ভোট।
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজ ফকির (১৮ ভোট), এমকিউ হুসাইন বুলবুল (১৭ ভোট), চৌধুরী মাহমুদ আশরাফ (১৭ ভোট) ও মনির মোল্যা (১৩ ভোট), যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), অর্থ সম্পাদক মারুফ হোসেন (১৯ ভোট), দপ্তর সম্পাদক শরিফুল হাসান (১৫ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিধান মন্ডল (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ কুমার সাহা (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), কার্যকরী সদস্য আরটি হাসান (২২ ভোট), শ্রাবণ হাসান (১৭ ভোট), মোশারফ হোসেন (১৬ ভোট) ও সাদ্দাম হোসেন (১৫ ভোট)।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের। সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এবং সালথা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ এর সার্বিক তত্ত¡াবাধনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলো।
উল্লেখ্য, ২০০৯ সালে মোঃ সেলিম মোল্লার উদ্যোগে সালথা প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই তিনি সিলেকশনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার গত ২১ ডিসেম্বর সাধারণ সভায় সকলের সিদ্ধান্তক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।