Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে মাস্ক ব্যবহারে অনীহা

মেহেদী হাসান সোহাগ, পিরোজপুর | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

কোভিড-১৯ এর দ্বিতীয় সংক্রামনের আশংকা এবং নতুন করোনা ভাইরাসের উদ্ভব জানান দেওয়া স্বত্বেও পিরোজপুর জেলা শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক এর ব্যবহার পরিলক্ষিত হচ্ছে না। আবার মাস্ক পরা থাকলেও বেশিরভাগ জনসাধারনের মাস্ক থাকছে থুতনিতে, মুখমন্ডল খোলাই থাকছে। বিশেষ করে সদর রোড, স্থানীয় কাঁচা বাজার ও বাসস্টান্ড সংলগ্ন এলাকা ঘুরে অনেক ক্ষেত্রেই মাস্ক এর ব্যবহার চোখে পড়ছে না। এছাড়াও চায়ের দোকান, হোটেল রেঁস্তোরার মতো জনবহুল স্থানগুলোতেও সামাজিক বিধি নিষেধ মেনে চলা হচ্ছে না। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটেও অনেককেই দেখা গেছে বিনামাস্কে ঘোরাঘুরি করতে।

করোনার প্রথম ধাপে ও লকডাউনে পিরোজপুরের জনগনের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক সাধারন জনসাধারনের মধ্য থেকে সেটি উধাও। বিষয়টি এমন- তারা করোনাকে ‘থোরাই কেয়ার’ করছেন। মাস্ক ব্যবহারে এই অনীহা পিরোজপুরকে ফের করোনা ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে মনে করছেন শহরের বিশিষ্টজনেরা। দুই একটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষন থাকলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন তারা। অবশ্য সরকারি প্রতিষ্ঠানগুলো ‘নো মাস্ক নো সার্ভিস’ এই বিধি মেনে চলছে। পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী দৈনিক ইনকিলাবকে বলেন, করোনায় মৃত্যুর হার কমে যাওয়া এবং আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার কারনে এখানকার জনসাধারনের মধ্যে এ ধরনের ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হচ্ছে। তাদের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে না। তিনি আরো জানান, পিরোজপুরে এ পর্যন্ত মোট ১১৪৬ জন রোগী করোনা পজেটিভ হয়েছে। শনাক্ত হয়েছে ১০৯০ জন। মারা গেছে ২৪ জন।

শনাক্তের হার ১০ শতাংশের নিচে। দুই মাসের মধ্যে কোন মৃত্যু ঘটেনি এমন তথ্য তিনি জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ