Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসা রক্ষায় মানববন্ধন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:২২ পিএম

ফরিদপুরের ভাঙ্গা বাজারের থানা রোডে কাঠ পট্রির খাস খতিয়ানভুক্ত ৫৫ শতাংশ জমি নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসা ও প্রকৃত ব্যাবসায়ীর নামে বরাদ্দ দেয়া হয়েছে দাবী করে দখল বুঝে পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও ব্যাবসায়ীরা।

উপজেলা সদরের বাজারে ওই জমিতে মানববন্ধন থেকে দাবী করা হয়, ওই জমিতে দীর্ঘদিন ধরে মাদ্রাসা চলে আসছিলো। সম্প্রতি সম্পুর্ণ জায়গা মাদ্রাসাসহ মোট ৮৪টি দোকানঘর নির্শাণের লক্ষে বরাদ্দ দেয়া হয়। এসব ব্যাবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার সকালে ওই জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে একটি স্বর্থান্বেসী মহল বাঁধা সৃষ্টি করে, পরবর্তীতে দুপুরে প্রশাসনের পক্ষ থেকে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে মাদ্রাসার ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমনকি মাদ্রাসার কোমলমতি শিশুদের শিক্ষার ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

মানববন্ধনে ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লাসহ ব্যাবসায়ীরা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ