Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমা ও কনটেন্ট নিয়ে পথ চলা শুরু দেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

মানসম্পন্ন কন্টেন্ট ও দর্শকবান্ধব হয়ে নতুন পরিকল্পনা নিয়ে আসছে দেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’। প্ল্যাটফর্মটি দেশীয় ডেভেলপারদের দ্বারা তৈরি করা হয়েছে। দেশ ও বিদেশের বাঙ্গালী দর্শকদের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটি ডেভেলপ করা হয়েছে। অ্যাপটিতে দেশের নতুন বাংলা সিনেমাকে প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়া কালজয়ী কয়েক দশকের বাংলা সিনেমাও দর্শক দেখতে পাবেন। প্রতিষ্ঠানটির পরিচালক, তামজিদ অতুল প্ল্যাটফর্মটিকে ‘বাংলা সিনেমার আর্কাইভ’ বলে মনে করছেন। তিনি বলেন, প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর বাংলাদেশের সিনেমাগুলো সংরক্ষণের সু-ব্যবস্থা নেই। অনেক কালজয়ী সিনেমা সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। সবগুলো সিনেমাই পাওয়া যাবে ‘সিনেম্যাটিক’ অ্যাপে। পাশাপশি নতুন সিনেমা থাকছে। সেই সঙ্গে থাকবে ওয়েব ফিল্ম, নাটক ওয়েব সিরিজ। তিনি বলেন, প্ল্যাটফর্মটিতে কোন মানহীন কন্টেন্ট স্থান পাবে না। দর্শকরা উপভোগ করবেন এমন কন্টেন্টই থাকবে। তিনি জানান, এ মুহূর্তেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘সিনেম্যাটিক’-এর মাধ্যমে দর্শক উপভোগ করতে পারবে বাংলাদেশের কন্টেন্ট। বর্তমানে প্রায় ১০০ সিনেমা রয়েছে প্ল্যাটফর্মটিতে। যার সবগুলোই প্রায় নতুন। তার মধ্যে রয়েছে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’, ‘চিটাগাইংয়া পোয়া নোযাখাইল্ল্যা মাইয়া’, ‘সুপার হিরো’সহ অন্য তারকাদের সিনেমাও। সিনেমা হলের বাইরে এগুলো এই ওয়েব ছাড়া দর্শক আর কোথাও পাবেন না। ধীরে ধীরে দুই হাজারেরও বেশি সিনেমা এখানে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সিনেমা হলে গিয়ে যারা সিনেমা দেখার সময় পান না, তারা চাইলেই এখান থেকে উপভোগ করতে পারবেন সিনেমা। সামনে আসছে বেশ কিছু তারকাবহুল ওয়েব সিরিজ, যা নতুন বছরের শুরু থেকেই উপভোগ করতে পারবেন দর্শক। দর্শকরা সহজেই প্ল্যাটফর্মটিতে দেশের সব মোবাইল অপারেটর, নগদ ও ভিসা, ক্রেডিট ও মাস্টার্ড কার্ড দিয়ে নির্ধারিত পরিমাণ অর্থের মাধ্যমে সাবস্ক্রাইব করে সকল কন্টেন্ট উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড, আইওএস দুই মাধ্যমেই পাওয়া যাবে অ্যাপটি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ