Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরটিভির ১০ম স্টার অ্যাওয়ার্ড প্রদান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

উদযাপিত হলো আরটিভি দশম স্টার অ্যাওয়ার্ড। গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, করোনার কারণে সবকিছু থমকে থাকলেও আমরা থমকে থাকিনি। ঘরে থাকা মানুষদের সচেতন করা এবং তাদেরকে সুস্থ বিনোদন দিয়ে আরটিভি সবসময় সবার পাশে থেকেছে। এই আয়োজনটিও আমরা আমাদের মনোনীত এবং নির্বাচিত শ্রেষ্ঠদের হাতে অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে সম্মানিত এবং উৎসাহিত করেছি। এতে সবাই নতুন উৎসাহে সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহী হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরটিভির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু, পরিকল্পনামন্ত্রী জনাব এম এ মান্নান এমপি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি। ২০২০ এর ১ জানুয়ারি থেকে-২০২০ এর ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়াল এর ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ও দেশপ্রেম ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা, শ্রেষ্ঠ পরিচালক, শেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী পেয়েছেন ৬টি পুরস্কার। ১ ঘন্টার নাটক ও টেলিফিল্মের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা, শ্রেষ্ঠ পরিচালক, শেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী পেয়েছেন ৬টি পুরস্কার। ধারাবাহিক নাটকের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা, শ্রেষ্ঠ পরিচালক, শেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী পেয়েছেন ৬টি পুরস্কার। সংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য মামুনুর রশিদকে দেয়া হয়েছে আজীবন সম্মাননা। নাচ গানের জমকালো আয়োজনে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান। শাহরিয়ার ইসলামের নির্বাহী প্রযোজনায় উপস্থাপনায় ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং মারিয়া নূর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ