Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ভাঙা সেতু জোড়া লাগবে কবে

চরম দুর্ভোগে ৩ উপজেলাবাসী

সেলিম আহমেদ, দাউদকান্দি (কুমিল্লা) থেকে | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

কুমিল্লার দাউদকান্দি, মেঘনা, তিতাস উপজেলার আঞ্চলিক সড়কের দাউদকান্দি পৌরসদর কেডিসি ও কদমতলী নদীর উপর বিধ্বস্ত সেতুটি দীঘদিনেও পুনরায় নির্মাণ করা হয়নি। ফলে এ পথে যাতায়াতকারী ৩ উপজেলার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানতে চায় ভাঙা সেতু জোড়া লাগবে কবে। প্রশাসনের পক্ষ থেকে সেতুটি নির্মাণের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযাগ করেন এলাকাবাসী। কদমতলী গ্রামের রাশেদুল ইসলাম, হাবিবুর রহমান, দাউদকান্দি হাইস্কুলের সদস্য সেলিম সরকার, কাউছার আহমেদ, সোহেল রানা জানান, ২০১৮ সালের অক্টোবর মাসে ইট বোঝাই ট্রাক্টর পারাপারের সময় এ সেতুটি ভেঙে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে ট্রাক্টর চালক খোকন মারা যায়। এ সময় থেকে সেতু দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপার হতে হচ্ছে ৩ উপজেলাবাসীকে।

দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম জানান, এই সড়ক দিয়ে বাহেরচর, ভাজরা, বটতলী, হাসনাবাদ, নন্দনপুর, মোহনপুর, ভিটিকান্দি, মজিদপুর, জগদপুর, আলীপুরসহ প্রায় ৩ উপজেলার প্রতিদিন হাজার হাজার লোকজন ও স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে থাকেন। কিন্তু সেতুটি নির্মাণের অভাবে গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার উৎপাদিত কৃষি পণ্য সরবরাহে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কৃষকদের। গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা জানা যায়। উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক জানান, এ সেতুটি টেন্ডার হায়েছে আমরা চিঠি দিয়েছি শীঘ্রই কাজ শুরু হবে। সেতুটি নির্মাণের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রæত সেতুটি নির্মাণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ